Bangladesh

১১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়ে দিল যুক্তরাষ্ট্র

১১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়ে দিল যুক্তরাষ্ট্র

| | 12 Oct 2017, 06:51 am
ওয়াশিংটন, অক্টোবর ১২ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে আমেরিকা অভিবাসন নীতি লঙ্ঘন করে অবৈধভাবে বসবাস ও অপরাধে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শতাধিক অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এক পদক্ষেপের শিকার হয়েছেন ১১ জন বাংলাদেশি।

 

তাদের ফিরে আসতে হয়েছে দেশে।

 

সংমাধ্যম সুত্রের খবর অনুযায়ী, ১১ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বিশেষ বিমান স্থানীয় সময় বুধবার ভোররাতে দক্ষিণ এশিয়ার উদ্দেশ্যে নিজের যাত্রা শুরু করেছে।

 

এই ১১ জন বাংলাদেশিদের মধ্যে ১০ জনই নিউইয়র্কে বসবাসরত ছিলেন।

 

এই ১১ জন ব্যাক্তির নাম হল সেলিম আহমেদ, মোজাম্মেল হক, করিম চৌধুরী, মুজিবুর রহমান, বাবলু শরিফ, মোহাম্মদ বাদল রনি, মোহাম্মদ ফরিদুল মওলা, মনিরুল ইসলাম, নাসরিন চৌধুরী, মোহাম্মদ আম্বিয়া ও খায়রুল আম্বিয়া।

 

সংবাদ মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, এই বাক্তিদের মধ্যে অনেকেই বহুদিন ধরে সেই দেশে বসবাস করছিলেন।