Bangladesh

Quota issue will be thought after Budget: Muhit

Quota issue will be thought after Budget: Muhit

| | 10 Apr 2018, 09:42 am
ঢাকা, এপ্রিল ১০ঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বলেছেন যে আসন্ন বাজেটের পরে সরকার কোটা সংস্কার বিষয়টি নিয়ে চিন্তা করবে।

রাজধানীতে সচিবালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে এই বিষয়টি উনি বলেন।

 

মুহিত বলেন, "কোটা এখন যা আছে, তা বোধহয় অনেক বেশি হয়ে গেছে। এটা সংস্কার করা উচিত। তবে কোটা থাকতেই হবে। সমাজে যারা পশ্চাৎপদ, তাদের জন্য কোটা থাকা উচিত।"

 

"প্রশ্ন হচ্ছে কত শতাংশ থাকবে? আগামী বাজেটের পরে কোটা সংস্কারে হাত দেওয়া হবে," উনি বলেন।

 

কোটা অনুযায়ী যত পদ আছে অত সংখ্যক লোক পাওয়া যায়না, মন্ত্রী বলেন।

 

কোটা সংস্কারের বিষয় নিয়ে ঢাকায় গত কিছুদিন ধরে একদল মানুষ প্রতিবাদ ও বিক্ষোভ দেখিয়েছে।

 

Image: Wikimedia Commons