Bangladesh

Quota protesters leave Shahbag

Quota protesters leave Shahbag

Bangladesh Live News | @banglalivenews | 14 May 2018, 10:18 am
ঢাকা, মে ১৪ঃ আজ বহু ঘণ্টা ধরে বিক্ষোভের শেষে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপনের দাবি জানানো আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ চত্বর ত্যাগ করেছেন।

সন্ধ্যা ৭টায় আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূর তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর একটি বার্তা পাওয়ার কথা জানিয়ে  নিজেদের এই চলতি বিক্ষোভ কর্মসূচি স্থগিত করবার নির্দেশ দেন।

 

ওই স্থানে উনি বলেনঃ "মাননীয় প্রধানমন্ত্রী তার বার্তা একটি বিশেষ মাধ্যমে আমাদের আমাদের কাছে পৌছে দিয়েছেন যে তিনি যা বলেছেন তার বাস্তবায়ন করবেন।"

 

“আমাদের পাঁচ দফা দাবি প্রধানমন্ত্রী বাস্তবায়ন করবেন বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি আজকের মত স্থগিত করলাম," উনি বলেন।

 

উনি বলেন যে সড়ক থেকে সরে দাঁড়ালেও,  প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

 

আজকের এই বিক্ষোভের ফলে শাহবাগ অঞ্চলে দুপুরে গাড়ি চলা বন্ধ হয়ে যায়।

 

জনসাধারণ স্মস্যায় পরেন।

 

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা বেশ কিছুকাল ধরে দেশে  সরকারি চাকরিতে বিদ্যমান কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন করে  চলেছেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা করেন।

 

কোটা বাতিলে প্রজ্ঞাপন জারির দাবিতে এখনও শিক্ষার্থীরা আন্দোলন করে চলেছেন।

 

Representative Image of Shahbag: Wikimedia Commons