Bangladesh

জুলহাজ-তনয় হত্যাঃ আনসারুল্লাহর সদস্যকে ৫ দিনের রিমান্ডে পাঠালো আদালত

জুলহাজ-তনয় হত্যাঃ আনসারুল্লাহর সদস্যকে ৫ দিনের রিমান্ডে পাঠালো আদালত

| | 19 May 2016, 08:20 am
ঢাকা, মে ১৯- দেশের এক আদালত বৃহস্পতিবার জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার মামলার ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে পাঁচ দিনের জন্য রিমাণ্ডে পাঠিয়েছেন।

আজকের এই রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবির।

 

গ্রেপ্তার ব্যাক্তির নাম  শরিফুল ইসলাম।

 

পুলিশ ওনাকে আজ আদালতে উপস্থিত করেছিলেন।

 

পুলিশ দশ দিনের জন্য রিমান্ড চাইলেও শেষ পর্যন্ত আদালত পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

 

এপ্রিল মাসে  কলাবাগান থানায় জুলহাস মান্নান ও তনয়কে হত্যা করে  দুর্বৃত্তরা।

 

আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’ মঙ্গলবার ঢাকায় একটি বাসায় দুই ব্যাক্তিকে  হত্যা করবার দায় নিয়েছিল।

 

সরকার জানিয়েছেন যে দেশে জঙ্গিদের অবস্থান নেই।