Bangladesh

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে এখনও কিছুটা সময়ের প্রয়োজনঃ মুহিত

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে এখনও কিছুটা সময়ের প্রয়োজনঃ মুহিত

| | 05 Mar 2018, 08:17 am
ঢাকা, মার্চ ৫ঃ দেশের অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করেন যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে এখনও কিছুটা সময়ের প্রয়োজন আছে।

উনি আজ বলেনঃ "জামায়াত স্বাধীনতার শত্রু, দেশের শত্রু। তাদের এখনই দেশ থেকে বের করে দেওয়া উচিত।"

 

সচিবালয়ে আজ সোমবার বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকের শেষে সাংবাদিদকের সাথে কথা বলবার সময় এই মন্তব্যগুলি করেন।

 

দলটিকে নিষিদ্ধ করবার বিষয় সাংবাদিকদেরা প্রশ্ন করলে উনি বলেনঃ" কিছুটা সমস্যা আছে। সবকিছু দেখেশুনে এগোতে হচ্ছে।"

 

মুহিত বলেন যে দেশে জঙ্গিবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

"(জঙ্গিবাদ) মাথাচাড়া দিতে পারেনি," উনি বলেন।