Bangladesh

Rampal: Container mishap leaves 2 dead

Rampal: Container mishap leaves 2 dead

Bangladesh Live News | @banglalivenews | 04 Mar 2019, 02:45 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ৪: বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে কন্টেইনারের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এমডি নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯)।

 

আহত হয়েছেন মো. সোহানুর (২৪)।

 

হতাহতদের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামে।


রামপাল থানা পুলিশের ওসি মো. লুৎফর রহমান জানান, রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি লোহার ভারী কন্টেইনার হঠাৎ করে কাত হয়ে তিন নির্মাণ শ্রমিকের ওপর পড়ে যায়। এতে নায়েব আলী ও ফিরোজ নামে দুইজন ঘটনাস্থলেই নিহত হন।

 

সোহান নামে অপর একজন গুরুতর আহত হন। আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দুর্ঘটনার সময় শ্রমিকরা ওই কন্টেইনারের পাশে দাঁড়িয়ে কাজ করছিলেন। হতাহতদের পরিবারকে কর্তৃপক্ষ যথাযথ ক্ষতিপূরণ দেবে।