Bangladesh

বিচার আছে, জিয়া যাবেন জেলেঃ এরশাদ

বিচার আছে, জিয়া যাবেন জেলেঃ এরশাদ

| | 23 Jan 2018, 08:42 am
ঢাকা, জানুয়ারি ২৩ঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন যে বিএনপি নেত্রী খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আদালতের দেওয়া সাজা মাথায় রেখে জেলে যাবেন।

আদালতে বিচারাধীন ওনার বিরুদ্ধে মামলাগুলির গতিপ্রকৃতি দেখেই এমন মনে হচ্ছে বলে উনি জানান।

 

জিয়া জেলে থাকলে দলের একাংশ দলকে বাঁচিয়ে রাখার কথা বলে নির্বাচনে যাবে বা যেতে পারে, উনি বলেন।

 

উনি জানান যে উনি মনে করেন পরিস্থিতি আগামী দিনে এমন হলে বিএনপির কেউ কেউ জাপায় যোগ দেবেন।

 

পরিস্থিতি জাতীয় পার্টির (জাপা) অনুকূলেই থাকবে বলে মনে করেন এরশাদ।

 

"ক্ষমতা ছাড়ার পর আমাকে জেলে নেওয়া হয়েছে, আমার স্ত্রী–সন্তানকেও জেলে যেতে হয়েছে। আল্লাহর বিচার আছে, এবার খালেদা জিয়াও জেলে যাবেন," উনি সাংবাদিকদের বলেন।

 

"আমি ২০১৪ সালের ৫ জানুয়ারির সেই জাতীয় সংসদ নির্বাচন করি নাই, আমার ছোট ভাই জি এম কাদেরও নির্বাচন করে নাই," উনি বলেন।

 

"এটা রাজনৈতিকভাবে ভালো কী মন্দ হয়েছে তা নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে। আমি এখন কিছু বলতে চাই না। বর্তমান সংসদে জাতীয় পার্টি বিরোধী দল, আবার সরকারের মন্ত্রিপরিষদেরও সদস্য। কেন এ অবস্থা, সচেতন মানুষমাত্রই সবকিছু জানেন," এরশাদ বলেন।

image: Wikimedia Commons