Bangladesh

পোশাক খাতের উন্নয়নে শ্রমিকদের কল্যাণে বিশেষ দৃষ্টি দিতে মালিকদের আহ্বান করলেন হাসিনা

পোশাক খাতের উন্নয়নে শ্রমিকদের কল্যাণে বিশেষ দৃষ্টি দিতে মালিকদের আহ্বান করলেন হাসিনা

| | 27 Aug 2017, 12:28 pm
ঢাকা, আগস্ট ২৭ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দেশের গার্মেন্ট মালিকদের আহ্বান করেছেন যে তারা যেন তৈরি পোশাক খাতের উন্নয়নে শ্রমিকদের কল্যাণে বিশেষ দৃষ্টি দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই গুরুত্বপূর্ণ আহ্বানটি করেছেন।

 

উনি বলেনঃ "আপনারা ব্যবসা করেন। আপনাদের প্রফিট অবশ্যই আপনারা নেবেন।"

 

" শ্রমিকদের কল্যাণের দিকে দৃষ্টি দিয়েছেন। এটা অব্যাহত রাখতে হবে," উনি  বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন মালিকেরা যেন সব সময় মনে রাখেন যে এই মানুষেরা ওনাদের কারখানায় কাজ করবার জন্য নিজেদের শ্রম দেন।

 

উনি শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক ব্জায় রাখার জন্য আহ্বান করেন।

 

হাসিনা শ্রমিকদের উদ্দেশ্যে বলেনঃ "প্রতিষ্ঠানটা যাতে ভালোভাবে চলে, সে দায়িত্বটাও কিন্তু আপনাদের শ্রমিকদের।"

 

উনি বলেন যে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করবার চেষ্টা করে কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা।

 

তাদের থেকে দূরে থাকার আহ্বান করেন, হাসিনা বলেনঃ "শ্রমিক রাজনীতির নামে কিছু এনজিও করে, আবার তারা শ্রমিক নেতাও সেজে যায়। শ্রমিকরা কত টাকা বেতন, কি পেল... তাতে ভাগ খাওয়ার জন্য নানাভাবে ঘোট পাকায়। এদের হাত থেকে সব সময় দূরে থাকবেন।"