Bangladesh

Rohingya attacks German journalists in Bangladesh

Rohingya attacks German journalists in Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 21 Feb 2019, 01:04 pm
ঢাকা, ফেব্রুয়ারি ২২ঃ এইবার জার্মান তিন সাংবাদিকদের এক পুলিশসহ ছয়জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বাংলাদেশে শরণার্থী হিসেবে আসা রোহিঙ্গাদের বিরুদ্ধে।

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ঘটেছে এই ঘটনাটি।


সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে যে ‘অপহরণকারী সন্দেহে’ এই হামলা করা হয়েছে এই ছয়জনের উপরে।


পুলিশ জানিয়েছেন বৃহস্পতিবার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনাটি ঘটে।

 

যে ব্যাক্তিরা আহত হয়েছেন তাদের পরিচয় হল জার্মান সাংবাদিক গুন্টার স্টিনা, স্টেফানি অ্যাপেল, এনরিকো নিলয়দ, তাদের দোভাষী শিহাব উদ্দিন ও গাড়ি চালক নবীউল আলম।

 

আহত পুলিশ সদস্যের নাম ও পরিচয় জানা যায়নি।

 

লম্বাশিয়া ক্যাম্প এলাকায় রেড ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে আহত ব্যাক্তিদের।

 

জার্মান সাংবাদিকদের সাথে থাকা ক্যামেরা, ল্যাপটপ ও বহনকারী মাইক্রোবাসটি ভাংচুর করা হয়েছে বলেও প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন।

 

পুলিশ অভিজান শুরু করেছে।

 

এখন পর্যন্ত কাউকে আতক করা হয়নি।

 

পুলিশ জানিয়েছেন জার্মান সাংবাদিকদেরা ঘটনাস্থলে শুধু মাত্র খবর সংগ্রহ করতে গিয়েছিলেন।

 

পুলিশ জানিয়েছেন সমস্ত অনুমতি নিয়েই তারা ঘটনাস্থলে গিয়েছিলেন।

 

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সংবাদমাধ্যমকে জানান যে ক্যাম্পে ঢোকার আগে প্রশাসনকে এই ব্যাক্তিরা জানায়নি।

 

তবে, উনি বলেন যে যদি সাংবাদিকেরা জানাতেন তাহলে আরও নিতাপত্তা বাড়ানো হত।

 

Image: UN website