Bangladesh

Rohingya Issue: Singapore to discuss issue during ASEAN Summit

Rohingya Issue: Singapore to discuss issue during ASEAN Summit

Bangladesh Live News | @banglalivenews | 25 Oct 2019, 08:47 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ২৬ : রোহিঙ্গা সংকট সমাধানে সিঙ্গাপুরের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে আসছে আসিয়ান সামিটে এ নিয়ে আলোচনা করার প্রতিশ্রুতিও দিয়েছে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


সিঙ্গাপুর সফররত বাংলাদেশ প্রতিনিধি দলেরর নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান। ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বৈঠকে চলমান রোহিঙ্গা সংকট তুলে ধরে বাংলাদেশের প্রতিনিধি দল। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্যাংককের পরবর্তী আসিয়ান সামিটে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে সিঙ্গাপুর।


বাংলাদেশের এই প্রতিনিধি দলে রয়েছেন সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ, কাজী নাবিল আহমেদ ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান।