Bangladesh

Rohingya Problem: Justin Trudeau appreciates Sheikh Hasina government's action

Rohingya Problem: Justin Trudeau appreciates Sheikh Hasina government's action

| | 19 Apr 2018, 01:07 pm
লন্ডন, এপ্রিল ১৯ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কর্মের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এই প্রশংসা মুলত শেখ হাসিনা সরকারের রোহিঙ্গা সমস্যা সমাধানে পদক্ষেপগুলি পেয়েছে।

 

২৫তম কমনওয়েলথভুক্ত দেশের সরকারপ্রধানদের বৈঠকের প্রথম নির্বাহী অধিবেশনে বক্তব্যে কানাডার নেতা হাসিনার প্রশংসা করেন।

 

উনি বলেনঃ "রোহিঙ্গা শরণার্থী সামাল দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। কমনওয়েলথ নেতাদের অবশ্যই তাঁকে সমর্থন দিতে হবে।"

 

বিশ্বের বহু নেতাদের মত হাসিনা ও  ট্রুডো এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে লন্ডনে আছেন।

 

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর ১১ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা মানুষ সেই দেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশে স্থান নিয়েছেন।

 

মানবিকতার কথা মাথায় রেখেই হাসিনা সরকার এই মানুষদের বাংলাদেশে স্থান দিয়েছেন।

 

বাংলাদেশ সরকার বহুবার এই মানুষদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য সেই দেশের সরকারকে অনুরোধ করেছেন।

 

তবে, এখনও পর্যন্ত ফল খুব পরিষ্কার নয়।