Bangladesh

Rohingyas should be safely returned to country: India

Rohingyas should be safely returned to country: India

Bangladesh Live News | @banglalivenews | 17 Sep 2018, 08:28 am
ঢাকা, সেপ্টেম্বর ১৭ঃ রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসন হোক এমন ইচ্ছে প্রকাশ করেছে ভারত।

বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এমন মন্তব্য করেছেন।


সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূত।

 

রোহিঙ্গাদের জন্য ভারতের পক্ষ থেকে তৃতীয়বারের মত ত্রাণ সহায়তাও উনি তুলে দেন।

 

মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধন অভিযানের মুখে বহু রোহিঙ্গা মানুষ বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছেন।

 

বাংলাদেশ মানবিকতার রাস্তায় হেঁটে এখনও পর্যন্ত  ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

 

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী ভারতকে নতুন ত্রান দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

 

উনি সাংবাদিদকের বলেনঃ "এখানে সবচেয়ে বড় জ্বালানি সংকট। আমরা ভারতের কাছে সহায়তা চেয়েছিলাম। তারা দ্রুত সারা দিয়েছে। এজন ধন্যবাদ।”