Bangladesh

Rongpur poll: Ershad's son unofficially wins

Rongpur poll: Ershad's son unofficially wins

Bangladesh Live News | @banglalivenews | 06 Oct 2019, 08:54 am
ঢাকা, অক্টোবর ৬ : রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় লাভ করেছেন মহাজোটের প্রার্থী রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ। ধানের শীষ প্রতীকে ১৬ হাজার ৯৪৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন

বিএনপির রিটা রহমান। মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট, তার অবস্থান তৃতীয়।


শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এসব তথ্য জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন। তিনি জানান, রংপুর-৩ আসনের ১৭৫টি কেন্দ্রে মোট ৪ লাখ ৪১ হাজার ২২৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৪ হাজার ৬ জন। ভোট কাস্টিংয়ের অনুপাত ২২.৮৬ শতাংশ। রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।


সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী ভোটগ্রহত শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রংপুরের পুলিশ হলে বেসকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। সরেজমিনে দেখা যায়, সকালের দিকে কেন্দ্রগুলোতে কিছু ভোটারের উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়, দুপুরের পর ভোটার শূন্যও দেখা গেছে কিছু কেন্দ্র।

 

অধিকাংশ কেন্দ্রেই নির্বাচনি কর্মকর্তাদের ভোটারের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।  এই নির্বাচনে মোট ছয় জন প্রার্থী অংশ নিয়েছেন। বাকি তিনজনের মধ্যে গণফ্রন্টের ফোরামের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছেন ১৬৬২ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান ম-ল পেয়েছেন ৯২৪ ভোট ও এনপিপি’র শফিউল আলম পেয়েছেন ৬১১ ভোট।


উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচনে অংশ নিয়েছেন ছয়জন প্রার্থী। সকাল ৯টা থেকে ভোটগ্রহত শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। ইভিএমের মাধ্যমে মোট ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।