Bangladesh

রোহিঙ্গা সমস্যাঃ বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা সমস্যাঃ বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র

| | 05 Nov 2017, 11:45 am
ঢাকা,নভেম্বর ৫ঃ সফরে থাকা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন বাংলাদেষের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন যে রোহিঙ্গা সঙ্কটের মাঝে এই দেশের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।

গণভবনে রোববার টমাস শ্যানন হাসিনার সাথে সাক্ষাৎ করেন।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন যে রোহিঙ্গা বিষয় বাংলাদেষের মানুষের পাশে থাকবে ওনার দেশ।

 

সন্ত্রাস দমনে বাংলাদেশের সরকারের নেওয়া পদক্ষেপগুলিকে প্রশংসা করেছেন টমাস।

 

সন্ত্রাসীদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহ বন্ধের বিষয় কথা বলবার সময় হাসিনা বলেন যে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাতে পারে।

 

সন্ত্রাসবাদ নির্মূলে তথ্য বিনিময়েরএক্স ওপরেও গুরুত্ব দিয়েছেন দুই নেতা।


ইহসানুল করিম আজকের বৈঠকের সময় সাইবার সিকিউরিটির বিষয়টির উপরেও জোড় দিয়েছেন।