Bangladesh

পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনারকে তলব

পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনারকে তলব

| | 08 Feb 2016, 12:30 pm
ঢাকা/ ইসলামাবাদ, ফেব্রুয়ারি ৮- বাংলাদেশের হাইকমিশানর সোহরাব হোসেনকে সোমবার পাকিস্তান তলব করেছে।

ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলবের জের ধরে আজ এই পদক্ষেপ ইসলামাবাদ নিয়েছেন বলে ভাবা হচ্ছে।

 

তবে তলবের কারণ এখনও জানা যায়নি।

 

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ফেব্রুয়ারি ২ বলেছিলেন যে এই মুহূর্তে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে না।

 

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলবার সময় মন্ত্রী বলেনঃ "নাপড়েন হলেই যে সম্পর্ক ছিন্ন করতে হবে এমন নয়।"

 


উনি বলেন যে যুদ্ধ চলবার সময়েও অনেক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকে।

 

"আপাতত কিছু করতে চাচ্ছি না। ভবিষ্যৎ বলে দেবে এটা কোন দিকে যাবে," মন্ত্রী বলেন।

 

আলী  এই কথাগুলি এমন সময় বলেন যখন ইসলামাবাদের বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ের পার্সোনাল স্টাফ (পিও) জাহাঙ্গীর হোসেন কিছু ক্ষণের জন্য নিখোঁজ হওয়ায় আবার দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি হয়।

 


প্রসঙ্গত, পাকিস্তান দূতাবাসের এক কর্মীকে আটকের পরপরই পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সেই কর্মী নিখোঁজ হয়েছিলেন।

 

পরে, পাকিস্তান দূতাবাসের কর্মীকে ছাড়ার পরে  জাহাঙ্গীর হোসেনকেও পাওয়া যায় বলে সংবাদ সুত্রের খবর অনুযায়ী জানা গেছে।