Bangladesh

ধর্ষণের পর হত্যা মামলায় ৩ জনের প্রাণদণ্ড

ধর্ষণের পর হত্যা মামলায় ৩ জনের প্রাণদণ্ড

| | 05 Apr 2018, 07:05 am
চট্টগ্রামে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের পর লাশ ‍পুড়িয়ে ফেলার ঘটনায় আদালত তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ।

বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোকসানা পারভীন এ রায় দেন।

 

দণ্ডিতরা হলেন- সুজন কুমার দাশ, যদু ঘোষ এবং  সমীর দে। এদের মধ্যে গ্রেপ্তার সুজন কুমার দাশকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়। অন্য দুই আসামি পলাতক।

 

২০১১ সালের ৮ জুন পাহাড়তলি থানার দক্ষিণ কাট্টলী এলাকার শ্মশান থেকে পান্না রানী দাশ নামের ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

 

মিরসরাই উপজেলার বটগাছতল এলাকার ধনরঞ্জন দাশের মেয়ে পান্না রানী দাশ নগরীর পাহাড়তলী বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

 

ওই রাতে পান্নাকে দক্ষিণ কাট্টলী এলাকার বোনের বাসা থেকে তুলে নিয়ে যায় আসামিরা। পরে তাকে ধর্ষণের পর স্থানীয় হরিমন্দির সংলগ্ন শ্মশান নিয়ে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হয়।

 

এ ঘটনায় নিহতের বোন চন্দনা রানী দাশ হত্যা মামলা করেন।  ২০১৩ সালের ২১ এপ্রিল আদালতে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

 

এ মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত রায় দেয়।