Bangladesh

রিয়াদঃ ট্রাম্পের সাথে সাক্ষাৎ করলেন হাসিনা

রিয়াদঃ ট্রাম্পের সাথে সাক্ষাৎ করলেন হাসিনা

| | 22 May 2017, 02:03 am
রিয়াদ, মে ২২ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সাথে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ হয়েছে।

কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ এই দুই দেশের নেতাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

 

পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এই বিষয় জানিয়েছেন।

 

উনি আরও বলেনঃ "সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথোপকথন হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে।"

 

" মাননীয় প্রধানমন্ত্রী উনাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উনি (ট্রাম্প) আসবেন বলে আশা প্রকাশ করেছেন," মন্ত্রী বলেন।

 

এই প্রথমবার বিদেশ সফরে এসেছেন মার্কিন রাষ্ট্রপতি।

 

এই প্রথমবার ওনার শেখ হাসিনা এর সাথে সাক্ষাৎ হল।

 

গত বছর, নির্বাচনে জেতার পরে, জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ট্রাম্প।

 

হাসিনা সৌদি বাদশাহর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মুসলিম প্রধান অর্ধশতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ যোগ দিতে রিয়াদে যান।

 

সম্মেলনস্থলে ওনাকে স্বাগত জানান সৌদি বাদশা সালমান বিন আব্দুল-আজিজ আল সৌদ।

 

মহানবী (সা.) এর রওজা জিয়ারত করতে আজ হাসিনা মদিনা যাবেন।

 

মক্কায় ওমরাহ পালন করবার কথা আছে ওনার।

 

মঙ্গলবার রাতে দেশে ফিরবেন হাসিনা।