Bangladesh

শিক্ষক, শিক্ষার্থীদের সুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে মেট্রোরেলের একটি স্টেশন রেখেছিঃ প্রধানমন্ত্রী

শিক্ষক, শিক্ষার্থীদের সুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে মেট্রোরেলের একটি স্টেশন রেখেছিঃ প্রধানমন্ত্রী

| | 11 Jan 2016, 10:04 am
ঢাকা, জানুয়ারি ১১-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে শিক্ষক, শিক্ষার্থীরা যাতে ১০-১৫ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে সেই কারণেই সরকার মেট্রোরেলের একটি স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে রেখেছেন।

"আমরা ইচ্ছা করেই একটি স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেখেছি, যাতে উত্তরা, মিরপুরে থাকা বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ১০-১৫ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে," হাসিনা বলেন।

 

উনি বলেন যে আজকের এই মেট্রোরেল নির্মাণ আধুনিক প্রযুক্তিতে হবে।

 

"এটা চলে আকাশপথে। যেখানে যেখানে এর সাউন্ড প্রুফ দরকার, তা করা হবে," উনি বলেন।

 

তবে, এই বিষয় কিছু মানুষের প্রতিবাদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেনঃ "কিন্তু দেখছি এর বিরুদ্ধে হঠাৎ একেকজন আন্দোলন নেমে গেছে। গ্রাম এলাকায় একটা কথা আছে, যার জন্য করি চুরি, সেই বলে চোর। আমি বুঝি না হঠাৎ এ আন্দোলন কিসের জন্য? " 

 


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় হাসিয়ান এই কথাগুলি  বলেছেন।