Bangladesh

 নারায়ণগঞ্জ অভিযানে নিহত গুলশানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী

নারায়ণগঞ্জ অভিযানে নিহত গুলশানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী

| | 27 Aug 2016, 06:17 am
ঢাকা, আগস্ট ২৭- গুলশান রেস্তোরাঁয় হামলার কিছু দিনের মধ্যে শনিবার অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ শহরে তিন জঙ্গিকে মারতে সফল হয়েছে নিরাপত্তা কর্মীরা।
নিহত জঙ্গিদের মধ্যে আছেন গুলশানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী।


ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট আজ পাইকপাড়ার বড় কবরস্থান এলাকার একটি ভবনে অভিযান চালায়।

তাদের এই অভিযানে সহযোগিতা করেন র‍্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

অভিযানের শেষে নিহত জঙ্গিদের বিষয় জানান পুলিশ।

তবে তামিম চৌধুরী ছাড়া বাকিদের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জুলাই ১ তারিখে ২০ জন ব্যাক্তি প্রান হারান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই অভিযানের শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে সরকার মনে করে যে আজকে তামিম চৌধুরী অধ্যায় 'শেষ হয়েছে'।

"আমরা মনে করি, তামিম চৌধুরী অধ্যায় এখানেই শেষ," উনি বলেন।