Bangladesh

Salauddin gets freedom from Indian court

Salauddin gets freedom from Indian court

Bangladesh Live News | @banglalivenews | 27 Oct 2018, 04:27 am
নিজস্ব প্রতিনিধি ঢাকা, অক্টোবর ২৭ : ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় শিলংয়ের আদালত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দিয়েছেন।

 শুক্রবার মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি আদালত এ রায় দেন। বিচারিক হাকিম ডিজি খার সিংয়ের আদালত এ মামলার রায় ঘোষণা করেন। এর আগে এক দফা রায়ের তারিখ পেছান হয়েছিল।


গত ২৫ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ১৩ আগস্ট রায়ের তারিখ ঘোষণা করেন। কিন্তু পরে তা পিছিয়ে ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়। ১৯৪৬ সালের ১৪ ধারা অনুযায়ী, অবৈধ অনুপ্রবেশ আইনে করা মামলায় ২০১৫ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় শিলং পুলিশ।

 

এতে বলা হয়, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের শিলংয়ে আকস্মিক উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত।

 

বাংলাদেশে বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে তিনি ভারতে এসেছেন।

 

এ মামলায় আদালত সালাহউদ্দিন আহমেদের বক্তব্য রেকর্ড করেন। এ ছাড়া তাকে শিলংয়ে পাওয়ার পর যে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়, সেই হাসপাতালের দুই চিকিৎসকসহ ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।


অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের সাজা হতো সালাহউদ্দিন আহমেদের। আদালতের সরকারি কৌঁসুলি আইসি ঝাঁ দাবি করেন, সালাহউদ্দিন আহমেদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। এ বিষয়ে সব তথ্যপ্রমাণ আদালতের কাছে হাজির করেছেন দাবি কওে তিনি বলেন, তারা প্রমাণ করতে পেরেছেন সালাহউদ্দিন আহমেদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তাই সর্বোচ্চ শাস্তি দাবি করেছিলেন তারা।


অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের আইনজীবী এসপি মোহন্ত বলেন, সালাহউদ্দিন আহমেদ কীভাবে ভারতে এসেছেন তা আদালতে উপস্থাপন করা হয়েছে। তাকে কে বা কারা বাংলাদেশ থেকে তুলে নিয়েছিল, এমন খবর বাংলাদেশের সংবাদপত্রে রয়েছে। তাই তিনি মনে করেন, এ মামলায় সালাহউদ্দিন আহমেদ খালাস পাবেন। এদিকে শিলংয়ে থাকা সালাহউদ্দিন আহমেদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, শিলং সময় সকাল ১০টার দিকে সালাহউদ্দিন আহমেদের রায় ঘোষণা উপলক্ষে তারা আদালতে হাজির হন।