Bangladesh

School witnesses protest over student

School witnesses protest over student

Bangladesh Live News | @banglalivenews | 04 Dec 2018, 11:05 am
ঢাকা, ডিসেম্বর ৪ঃ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় মূল শাখার প্রধান জিন্নাত আখতারকে প্রশাসন সাময়িকভাবে নিজের কর্তব্য থেকে বরখাস্ত করেছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম আশরাফ তালুকদার আজ সাংবাদিকদের এই বিষয় জানিয়েছেন।

 

আশরাফ বলেন গতকাল রাতেই ওনাকে নিজের পদ থেকে বরখাস্ত কড়া হয়েছে।

 

উনি জানান যে এই ব্যাক্তির বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না তা জানিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

সাত দিনের মধ্যে ওনাকে জবাব দিতে বলে হয়েছে ও তার ভিত্তিতেই পরিচালনা কমিটি পদক্ষেপ নেবে।

 

অরিত্রীর আত্মহত্যার ঘটনার জন্য আজ দিনভর প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে।

 

শিক্ষার্থী-অভিভাবকরা আজ প্রতিবাদের সময় ‘গভর্নিং বডির পদত্যাগ চাই’, ‘প্রিন্সিপালের শাস্তি চাই’ বলে স্লোগান তোলেন।

 

এই ঘটনার বিচার চেয়ে আজকে বেইলি রোডে স্কুলটির সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ও অভিভাবকেরা প্রতিবাদ জানিয়েছেন।

 

অরিত্রী ঢাকায় নিজের বাসায় সোমবার ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

 

ওনার স্বজনেরা দাবি করেছেন যে স্কুল অধ্যক্ষ ওনার বাবা মাকে ডেকে অপমান করবার ফলেই এই পদক্ষেপ নেন উনি।

 

আজ স্কুলের ক্যাম্পাসে পৌঁছান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

 

Picture: representative Image