Bangladesh

Seven to play important role: Kader

Seven to play important role: Kader

Bangladesh Live News | @banglalivenews | 03 Jan 2019, 06:45 am
ঢাকা, জানুয়ারি ৩ ঃ নির্বাচনে বিজয়ী ঐক্যফ্রন্টের সাতজনও বিরাট ভূমিকা পালন করতে পারে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। বুধবার সচিবালয়ে বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান কাদের।

ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিরা শপথ নেবেন কি নেবেন না তা নিয়ে অনিশ্চয়তা আছে। তাদের শপথ নেয়ার বিষয়ে আপনার মতামত কি- এ বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আমি সেটা আগেও বলেছি। একই কথা আমি বলব, বিষয়টি তাদের পুনর্বিবেচনা করা উচিত। যারা ইলেকটেড হয়েছেন তাদের জনগণ নির্বাচিত করেছেন। কাজেই জনগণের রায়কে তারা সম্মান করবেন, এটিই আমরা আশা করি। গতবার তারা নির্বাচন বয়কট করেছিলেন। এবার তারা অংশ নিয়ে যারা ইলেকটেড হয়েছেন তারা শপথ নেবেন না, তাহলে এটা কী জনরায়কে অসম্মান করা হয় না। আমি মনে করি তাদের জনরায়কে মেনে নেয়া উচিত’।

 

তিনি বলেন, ‘সাতজনও একটা বিরাট ভূমিকা পালন করতে পারে পার্লামেন্টে। সংখ্যা কম হলে কণ্ঠস্বর দুর্বল নাও হতে পারে।’

 

বিরোধী দল কে হবে- এ বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘অপজিশন কে হবে, সেটা তো...। অপজিশন তো আছেই। গতবার তো অপজিশন ছিল তারাও তো আছেন। সেটা ঐক্যমতের সরকার ছিল। এবার ঐক্যফ্রন্ট আছে, তারা শপথ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন, এটা চূড়ান্ত কি-না সেটাও তো দেখার অপেক্ষা আছে। ৭ জনের মধ্যে গণফোরাম আছে, তাদের আবার ভিন্ন কোনো সিদ্ধান্ত আছে কি-না, সেটাও দেখার বিষয়। কাজেই ২/৩ দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে।’

 

ঐক্যফ্রন্ট আইনের আশ্রয় নেবে এবং আন্দোলনে যাবে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘লিগ্যাল ব্যাটল আমরা ফেইস করব। আর আন্দোলনের আওয়াজ তো শুনে আসছি ১০ বছর ধরে। দেখি এবার যদি কোনো আন্দোলন তারা বাস্তবে করতে যান তবে তা আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। নন-ভায়োলেন্ট মুভমেন্ট আমরা পলিটিক্যালি ফেস করব। ভায়োলেন্ট হলে সেটার জবাব দেয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থা আছে।’

 

এ সময় ভারতের হাইকমিশনার হর্ষবর্ষন শ্রিংলা সাংবাদিকদের বলেন, ‘আমি নতুন বছরের শুভেচ্ছা, একই সঙ্গে নির্বাচনে জয়লাভ করায় শুভেচ্ছা জানাতে এসেছিলাম। আমাদের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন সেটাও জানিয়েছি।’


ক্যাপশান: ওবায়দুল কাদের ও শ্রিংলা।