Bangladesh

Shamima is not a Bangladeshi citizen: Government

Shamima is not a Bangladeshi citizen: Government

Bangladesh Live News | @banglalivenews | 21 Feb 2019, 01:42 pm
ঢাকা/ লন্ডন, ফেব্রুয়ারি ২২ঃ ব্রিটেনের মাটিতে আইএস প্রত্যাগত শামীমা বেগমের নাগরিকত্ব নিয়ে বেশ তোলপাড় হচ্ছে।

এমন অবস্থায় বাংলাদেশেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সরকার তুলে ধরেছে এই মহিলার বিষয়।

 

সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই মহিলা বাংলাদেশের নাগরিক নন।


শামীমাকে ‘বাংলাদেশি’ দেখিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশের সরকার এই বিষয়টি সরকারিভাবে জানিয়েছে।

 

প্রসঙ্গত, এই মহিলা যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও তার পিতা ও মাতা হলেন বাংলাদেশি- ব্রিটিশ।

 

এই নারি ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আরও দুই ব্রিটিশ কিশোরীর সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেওয়ার জন্য সিরিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন।

 

তবে, কিছুদিন আগে আবার খবরের শিরোনামে আসে শামীমা যখন আইএস উৎখাত অভিযানে আশ্রয় হারিয়ে উনি সেই দেশের এক শরণার্থী শিবিরে স্থান পান।

 

এই সিরিয়া থাকার সময় উনি এক সন্তানের জন্ম দিয়েছেন।

 

যুক্তরাজ্য কিছুদিন আগে জানিয়ে দিয়েছে যে সন্ত্রাসী কর্মে যুক্ত থাকার জন্য সে নিজের নাগরিকত্ব হারিয়েছে।

 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ মঙ্গলবার শামীমার মায়ের কাছে পাঠানো এক চিঠিতে নিজেদের নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দিয়েছেন।

 

ব্রিটিশ সরকারের দিক দিয়ে মনে করা হচ্ছে যে যেহেতু এই মহিলার বাবা ও মা বাংলাদেশি তাই তার অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে।

 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়েছেঃ  "বাংলাদেশ ঘোষণা করছে যে, শামীমা বাংলাদেশের নাগরিক নন। তিনি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক এবং কখনও বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেননি।”

 

বাংলাদেশ বলেছে যে এই মহিলাকে বাংলাদেশের মাটিতে আশ্রয় দেওয়ার প্রশ্ন নেই।

 

Image: Internet Grab