Bangladesh

Sheikh Hasina and her Awami League clinches Bangladesh polls

Sheikh Hasina and her Awami League clinches Bangladesh polls

Bangladesh Live News | @banglalivenews | 30 Dec 2018, 12:22 pm
ঢাকা, ডিসেম্বর ৩০ঃ উন্নয়নের মন্ত্রে মানুষকে সেবা ও দেশের অগ্রগতির পথ দেখিয়ে আবার একবার বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ।

শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশের সব স্থানেই আওয়ামী লীগের বিজয় রথ অব্যাহত আছে।

উন্নয়নের ১০ বছরঃ

এই নিয়ে টানা তিনবার সরকার গঠন করবে আওয়ামী লীগ। ২০০৯ থেকে শেখ হাসিনা ও ওনার দল বাংলাদেশে ক্ষমতায় আছেন। এই ১০ বছর ধরে ক্ষমতায় থাকার সময় হাসিনা সরকার বাংলাদশের অর্থনৈতিক উন্নতি করেছেন সাফল্যের সাথে। আন্তর্জাতিকভাবে হাসিনা পেয়েছেন বহু সম্মান। আবার ঢাকার ক্যাফেতে হামলার ঘটনার পরে জঙ্গিবাদ যেভাবে দমন করেছেন তার  জন্য উনি বহু দেশের নেতাদের কাছে প্রশংসিত।

 

রোহিঙ্গা সমস্যা মোকাবিলা ও সেই মানুষদের বাংলাদেশে স্থান দিয়ে হাসিনা ও ওনার সরকার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

চলছে ফল প্রকাশঃ

বাংলাদেশের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষে এই মুহূর্তে দেশজুড়ে চলছে গণনা ও ফলাফল প্রকাশ করবার পালা।

 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জয় পেয়েছে ১৮০  টি আসনে, এই খবর প্রকাশিত হওয়া পর্যন্তত যা তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জোট মাত্র পেয়েছে ৫ আসন।

 

আজ সকাল ৮ টা থেকে ৪ টে পর্যন্ত দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হয়।

 

গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল যোগ দিয়েছে।

 

মোট ৩৯ টি দল অংশ নিলেও এইবারের ভোটেও লড়াই হল আওয়ামী লীগ (নৌকা) ও বিএনপির (ধানের শীষ) মধ্যে।

 

এইবারের নির্বাচনে ইভিএমে ভোট হয়েছে ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ আসনে।

জিতলেন হাসিনা, স্পীকারঃ


নির্বাচন ভবনে স্থাপিত সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রথম পূর্ণাঙ্গ ফল প্রকাশিত হয়েছে ও এখনও পর্যন্ত আওয়ামী লীগ ও সঙ্গী দলগুলি বেশ সফলভাবে এগিয়ে আছে বিরোধীদের বিরুদ্ধে।

 

গোপালগঞ্জ-৩ আসনের ফল ঘোষণা করা হয়েছে।


আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিজয় লাভ করেছেন।


বিজয়ের শেষে হাসিনা বলেছেন এই মুহূর্তটি আনন্দ মিছিল নয় বরং দেশ  গড়বার সময়।

 

আওয়ামী লীগের ঝড়ে কার্যত প্রায় হারের পথেই আছে বিএনপি ও তাদের সঙ্গী দলগুলি।

 

হাসিনা যে জয় নৌকা ভাসিয়েছেন তাতে দেখা যাচ্ছে উনি এই আসনের ১০৮টি কেন্দ্রে মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে প্রধানমন্ত্রী পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫২৯ ভোট।

 

ওনার এই আসনে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ৫১৪। আর নির্বাচন কমিশন জানিয়েছেন যে ৯৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন এই আসনে।

 

গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের ফারুক খান এবং গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিমও বিজয় লাসভ করেছেন।


অন্যদিকে, রংপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ২ লাখ ১০ হাজার ভোট বেশি পেয়ে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে জয় লাভ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী।

 

নৌকা প্রতীকে শিরীন শারমিন পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট ও এর ফলে হারিয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলামকে।

 

ধানের শীষ প্রতীকে দাঁড়ানো ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।


ঐক্যফ্রন্টের পুনরায় নির্বাচন করবার দাবিঃ

 

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল  আবার একবার নির্বাচন করবার দাবি তুলেছেন।

 

নির্বাচন শেষে, ভোটের ফল প্রকাশ হওয়ার সাথে সন্ধ্যায়  ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল সাংবাদিকদের সামনে এসে বলেনঃ “দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল। এ পর্যন্ত আমাদের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছে।"

“এমতাবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করছি,” উনি বলেন।

 

আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম জানিয়েছেন যে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনের পরিবেশের প্রশংসা করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।


সাংবাদিকদের উনি বলেনঃ "ওআইসি থেকে একটি শক্তিশালী দল এসেছেন এখানে পর্যবেক্ষণের জন্য, কমনওয়েলথের, ভারতীয়রা আছেন এবং তারা অত্যন্ত খুব নামীদামী লোকজন, প্রখ্যাত সাংবাদিক এবং অবজারভার। তারা সবাই আমাদের বাংলাদেশের আজকের যে নির্বাচন হল তার প্রশংসা করেছেন।"