Bangladesh

Sheikh Hasina, Awami League to return to power again, EIU forecasts

Sheikh Hasina, Awami League to return to power again, EIU forecasts

Bangladesh Live News | @banglalivenews | 12 Dec 2018, 11:58 pm
ঢাকা, ডিসেম্বর ১৩ঃ লন্ডনভিত্তিক ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটে’র (ইআইইউ) বাংলাদেশবিষয়ক প্রতিবেদনে জানিয়েছেন যে আসন্ন নির্বাচনে বিজয় লাভ করে শেখ হাসিনা ও ওনার আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।

এই প্রতিবেদনে জানানো হয়েছে যে ২০২৩ সাল পর্যন্ত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি গড়ে প্রায় ৭ দশমিক ৭ শতাংশ থাকবে।

 

গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে ৪ ডিসেম্বর বাংলাদেশ বিষয়ে প্রকাশিত সর্বশেষ কান্ট্রি ব্রিফিংয়ে ইকোনমিস্ট গ্রুপের এই গবেষণা উইংয়ের পক্ষ থেকে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত পাঁচ বছর সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থা  কি হতে পারে তার একটি ছবি তুলে ধরেছে লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্জ।

 

নিজেদের এই লেখায় সন্সথাতি ইঙ্গিত দিয়েছেন যে আসন্ন নির্বাচনে আবার একবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। 

 

৩০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

 

তবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বর্তমান মেয়াদের বাকি সময় এবং আগামী সরকারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার ঝুঁকির প্রসঙ্গটিও বারবার তুলে ধরা হয়েছে এই লেখায়।

 

নির্বাচনী প্রচারের সময় জঙ্গি হামলাকে  বেশ বড়  একটি ঝুঁকি বলে দেখানো হয়েছে।

 

প্রতিবেদনে বলে হয়েছে যে যেকোনো ধরনের সন্ত্রাসী ঘটনা বেড়ে যাওয়া ব্যাপকতর রাজনৈতিক অস্থিতিশীলতা উসকে দিতে পারে।


প্রতিবেদনে আশংকা প্রকাশ করা হয়েছে যে আগামী পাঁচ বছরের মধ্য বাংলাদেশে থাকা বিদেশিদের ওপর হামলা-আক্রমণ চালানো হতে পারে।

 

বাংলাদেশে হাসিনার সরকারের নেতৃত্বে অর্থনৈতিক উন্নতি ঘটেছে।

 

আর এই প্রতিবেদনে সেই বিষয় আরও বলা হয়েছে যে অর্থনৈতিক অগ্রযাত্রা আগামী পাঁচ বছরও অব্যাহত থাকবে।

 

লেখা আছে যে আসন্ন পাঁচ বছরে জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৭ দশমিক ৭ হারে হবে।