Bangladesh

Sheikh Hasina congratulates Bangladesh women cricket team

Sheikh Hasina congratulates Bangladesh women cricket team

Bangladesh Live News | @banglalivenews | 16 Jul 2018, 06:28 am

ঢাকা,  জুলাই ১৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ী হয়ে টি-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করার জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। রোববার এক বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নারী ক্রিকেট দলের বিজয়ের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শেখ হাসিনা দেশের সবধরণের খেলাধূলার বিকাশে সর্বাত্মক সহযোগিতার ব্যাপারে এই ক্রিকেট দলটিকে আশ্বাস দেন।

 

উল্লেখ্য, শনিবার নেদারল্যান্ডের উটরেচের স্পোর্টস পার্কে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে নিজেদের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের সবক’টি ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।