Bangladesh

Sheikh Hasina criticises OikyoFront leaders for

Sheikh Hasina criticises OikyoFront leaders for

Bangladesh Live News | @banglalivenews | 26 Dec 2018, 08:29 am
ঢাকা, ডিসেম্বর ২৬ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নির্বাচন কমিশনে দুর্ব্যবহার এবং পুলিশকে গালাগালি করার অভিযোগে জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

ব্যক্তিগত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া, নওগাঁ ও চাঁদপুরের নির্বাচনী জনসভায় নিজের বক্তব্য রাখার সময় হাসিনা সমালোচনা করেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের।

 

তিন জেলার আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছেন আজ হাসিনা।

 

মানুষের কাছে নিজের দল ও মহাজোটের প্রার্থীর জন্য ভোট চান প্রধানমন্ত্রী।

 

হাসিনা বলেনঃ "তাদের দুর্ব্যবহার থেকে কেউ রেহাই পাচ্ছে না।"

 

" তারা নির্বাচন কমিশনে গিয়ে ঝগড়া করছে এবং পুলিশের বিরুদ্ধে এমন বাজে ভাষা ব্যবহার করছে, যা ভাষায় প্রকাশ করা যায় না," উনি বলেন।

 

ডিসেম্বর ৩০ তারিখে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে, উনি বলেনঃ "আমরা ইতিমধ্যেই অনেক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে সেগুলো বাস্তবায়ন করেছি এবং অনেকগুলো বাস্তবায়নাধীন। কাজেই আমি দেশবাসীকে বলব, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকায় ভোট দিয়ে আমাদের আরেকটিবার দেশসেবার সুযোগ করে দিতে।"