Bangladesh

Sheikh Hasina departs for Australia

Sheikh Hasina departs for Australia

Bangladesh Live News | @banglalivenews | 26 Apr 2018, 07:51 am
ঢাকা, এপ্রিল ২৬ঃ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সফরে রওনা দিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে তিন দিনের সফরে উনি এই এশিয়ান দেশে গেছেন।

শেখ হাসিনা ২৬ থেকে ২৮ এপ্রিল সিডনিতে থাকবেন।

বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে উনি সেই দেশের উদ্দেশে যাত্রা শুরু করেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।


ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের সাথেও এই সফরে সাক্ষাৎ করবেন উনি।
 

নারীর সামগ্রিক উন্নয়ন ও ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে। আগামী ২৭ এপ্রিল অস্ট্রেলিয়া সফরে তাকে এ সম্মাননা প্রদান করা হবে।

অস্ট্রেলিয়া সফরে উইমেন সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে ২৮ এপ্রিল দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা।

সম্মেলনের সাইড লাইন বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

১৯৯০ সাল থেকে প্রতি বছর গ্লোবাল উইমেন সামিট অনুষ্ঠিত হচ্ছে। গত বছর টোকিওতে এ সামিট অনুষ্ঠিত হয়। এবারের সামিটের আয়োজক অস্ট্রেলিয়া। বিশ্বের ৬০টি দেশের প্রায় এক হাজারের বেশি প্রতিনিধি সামিটে অংশ নেবেন। বিভিন্ন দেশের সরকার প্রধানরাও এতে যোগ দেবেন।