Bangladesh

Sheikh Hasina donates money for Amzad's treatment

Sheikh Hasina donates money for Amzad's treatment

Bangladesh Live News | @banglalivenews | 27 Nov 2018, 05:35 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ২৭ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার জন্য ৪২ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সন্ধ্যায় গণভবনে এয়ার এম্বুলেন্সের ভাড়া হিসেবে ২২ লাখ ৩২ হাজার টাকা এবং চিকিৎসার ব্যয় হিসাবে ২০ লাখ টাকা একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের পরিবারের হাতে তুলে দেন।’ তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দুইটি চেক গ্রহন করেন আমজাদ হোসেনের পুত্র সোহেল আরমান। ডিরেক্টরস গিল্ড-এর সাধারণ সম্পাদক ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এস.এ. হক অলিক এসময় উপস্থিত ছিলেন।


এরআগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এয়ার এম্বুলেন্সের ভাড়াসহ আমজাদ হোসেনের যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা রোববার আমজাদ হোসেনের পরিবারকে জানান প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদ-উল-আলম। যোগাযোগ করা হলে এস.এ.হক অলিক জানান, তারা রোববার আমজাদ হোসেনের সবশেষ মেডিক্যাল রিপোর্ট থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বামরুনগ্রাদ হাসপাতালে পাঠিয়েছেন।


অলিক বলেন, ‘আমজাদ হোসেনের শারীরিক অবস্থা যদি ব্যাংকক পর্যন্ত বিমানযাত্রার উপযোগী হয়, তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে নেয়া হবে।’


আমজাদ হোসেনের পুত্র সোহেল আরমান বাসস’কে বলেন, শনিবারেই তাদের পরিবার আমজাদ হোসেনকে এয়ার এম্বুলেন্স যোগে ব্যাংকক নেয়ার জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, ‘ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আমাদের বাবার চিকিৎসা করা হবে।’


আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর রাজধানীতে নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হন। তিনি র্বুমানে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ চিকিৎসাধীন আছেন।