Bangladesh

Sheikh Hasina gaining more popularity with time

Sheikh Hasina gaining more popularity with time

Bangladesh Live News | @banglalivenews | 10 Sep 2018, 08:53 am
ঢাকা, সেপ্টেম্বর ৯ঃ আর কিছু মাস পরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।

আশা রাখা যায় এই নির্বাচনে একটি কঠিন লড়াই দেখা যাবে ক্ষমতায় আসার জন্য দলগুলির মধ্যে।

 

কিন্তু এই নির্বাচনের আগে আবার একবার দেখা যাচ্ছে জনপ্রিয়তা বেড়েছে উন্নয়নের পথে হাঁটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট- আইআরআই এর পরিচালনায় এক জরিপের ফলাফলে বলা হয়েছে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনসাইট অ্যান্ড সর্ভের এ গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, দেশের ৬৬ শতাংশ নাগরিকের সমর্থন রয়েছে বর্তমান সরকারের প্রতি পাশাপাশি ৬৪ শতাংশ নাগরিক আওয়ামী লীগের প্রতি ইতিবাচক সমর্থন প্রকাশ করেছেন।

 

গবেষণায় আরো বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার।


আর এজন্য জননিরাপত্তা নিয়ে দেশের ৬৮ ভাগ নাগরিক সন্তুষ্ট।এ ছাড়াও দেশের সরকারি বিভিন্ন সেবা, গণতন্ত্র, ও উন্নয়ন নিয়ে জনগণের সন্তুষ্টি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

 

এই গবেষণার জন্য দেশের ৫ হাজার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।

 

এ বছরের এপ্রিলের ১০ তারিখ থেকে ২১ মে পর্যন্ত জরিপ চালানো হয়।  

 

উন্নয়নের পথে হাঁটতে বলেন হাসিনাঃ

হাসিনা শনিবার বলেছেন যে বাংলাদেশের যে অগ্রগতির ধারা আছে তা যেন ২১০০ সাল পর্যন্ত অব্যাহত থাকে।

 

হাসিনা বলেন উনি আশা করেন ওনার পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ যেন তৈরি করতে পারা যায়।

 

“যে অগ্রযাত্রাটা শুরু করেছি, সেটা যেন থেমে না থাকে। আমরা শুধু এটুকু চাই, ২১০০ সাল পর্যন্ত উন্নয়ন যেন অব্যাহত রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি," হাসিনা বলেছেনজায়।

 

হাসিনা বলেছেন যে এই দেশের মানুষ আবার একবার ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

 

“একটানা দুই টার্ম থাকলাম। তৃতীয় টার্মে জনগণ ভোট দিলে আসব। না দিলে বলতে পারি না..হয়ত আসব না," হাসিনা বলেন।

দেশের কৃষির বিষয়টি তুলে ধরে, হাসিনা বলেনঃ "আর যেন ভবিষ্যতে বাংলাদেশকে ভিক্ষার হাত বাড়াতে না হয়; সেদিকে বিশেষ ভাবে কৃষিবিদরা লক্ষ্য রাখবেন। আমি শুধু সেইটুকু আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি।”

“দেশে বিক্রি করতে পারব, বিদেশেও রপ্তানি করতে পারব, যদি এ সমস্ত খাদ্যশস্য প্রক্রিয়াজাত করতে পারি," হাসিনা বলেন।