Bangladesh

Sheikh Hasina leaves for Saudi Arabia, UK

Sheikh Hasina leaves for Saudi Arabia, UK

| | 15 Apr 2018, 07:39 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ১৫ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্য রোববার বিকেলে ঢাকা ত্যাগ করেছেন।

 সৌদিতে তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে যৌথ সামরিক মহড়া ‘গালফ শিল্ড-১’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।


শেখ হাসিনা সৌদিতে সংক্ষিপ্ত সফর শেষে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডন যাবেন।

 

এই সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংগে তাঁর বৈঠক হওয়ার কথা।

 

বৈঠকে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। বার বার কথা দেওয়ার পরও চুক্তিটি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে আসছে বাংলাদেশ।


সৌদি সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সোমবার (১৬ এপ্রিল) দুপুরে স্থানীয় সময় ১টায় ‘গালফ শিল্ড-১’ যৌথ সামরিক মহড়ার সমাপনীতে যোগ দেবেন তিনি।

 

গত ১৮ মার্চ শুরু হওয়া গালফ শিল্ড-১ যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশসহ ২৩টি দেশ অংশ নেয়।

 

এদিন স্থানীয় সময় বিকাল ৫টায় প্রধানমন্ত্রী বিশেষ ফ্লাইটে করে দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন।


মঙ্গলবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী কমনওয়েলথ ওমেন ফোরামের সম্মেলনে অংশগ্রহণ করবেন।

 

স্থানীয় সময় বিকাল ৪টায় এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন তিনি। সন্ধ্যায় লন্ডনের লর্ড মেয়র আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।

 

শেখ হাসিনা ২৩ এপ্রিল সোমবার সকালে দেশে ফিরবেন।