Bangladesh

Sheikh Hasina takes oath as Bangladesh PM for fourth time

Sheikh Hasina takes oath as Bangladesh PM for fourth time

Bangladesh Live News | @banglalivenews | 07 Jan 2019, 06:15 am
ঢাকা, জানুয়ারি ৭ঃ নতুন ইতিহাসের সৃষ্টি করে আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

এই নিয়ে চতুর্থবারের জন্য উনি দেশের প্রধানমন্ত্রী হহিসেবে শপথ নিলেন।

 

তবে, টানা এই নিয়ে তিনবার প্রধানমন্ত্রী হলেন হাসিনা।

 

২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে উনি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে চলেছেন।

 

অর্থনৈতিক উন্নতি থেকে রোহিঙ্গা বিষয় পদক্ষেপে আন্তর্জাতিক স্বীকৃতি, হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৌঁছেছে বেশ গর্বের আসনে। তার ফলে সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছে ওনার আওয়ামী লীগ।

 

সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

হাসিনা সরকার প্রধান হিসেবে প্রথমে শপথ পড়েন।

 

ওনাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

 

শপথ নেওয়ার পরে হাসিনাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

 

হামিদের কাছে তারপরে শপথ পড়েন  নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা।

 

দেশ চালানোর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে এইবার হাসিনার সাথে থাকছেন ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।

 

তবে, হাসিনা এইবার ওনার নতুন সরকার মুলত ন্তুন্দের নিয়ে সাজিয়েছেন।