Bangladesh

Sheikh Hasina urges Bangladesh students studying in Australia to utilise their oppurtunity

Sheikh Hasina urges Bangladesh students studying in Australia to utilise their oppurtunity

Bangladesh Live News | @@banglalivenews | 28 Apr 2018, 06:00 am
ঢাকা, এপ্রিল ২৮ঃ অস্ট্রেলিয়ার মাটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আজ সেই দেশের সেরা জ্ঞান আহরণের সুযোগ গ্রহণের জন্য আহ্বান করেছেন।

ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি (ডব্লিউএসইউ) পরিদর্শনকালে পরমাত্মা সাউথ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় সেই দেশে সফররত হাসিনা এই কথাগুলি বলেন।

 

উনি বলেন ওনার দেশের ছাত্র ও ছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে অস্ট্রেলিয়া আজ একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল।

 

এই মুহূর্তে, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে ২০০ জন বাংলাদেশি অধ্যয়ন করছেন।

 

হাসিনা বলেনঃ "বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের মাধ্যমে উন্নয়নের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে, আমাদের আরও বেশি মানবিক ক্ষমতা দরকার।"

 

উনি বলেনঃ "অস্ট্রেলিয়া এ ক্ষেত্রে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দান এবং বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে অবদান রাখতে পারে।"

 

উনি বলেন অস্ট্রেলিয়ার শিক্ষকদের থেকে অনেক কিছু শেখার আছে।

 

"এখান থেকে শুধু ডিগ্রি নিয়ে যাওয়া নয়, এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে," উনি বলেন।

 

উনি বলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় ভ্রমণ বেশ আনন্দের অনুভূতি ছিল ওনার জন্য।

 

হাসিনা বলেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি স্থাপিত হওয়ার ফলে উনি অভিভূত বোধ করছেন।