Bangladesh

Sheikh Hasina urges society to create campaign against drug addiction

Sheikh Hasina urges society to create campaign against drug addiction

Bangladesh Live News | @banglalivenews | 03 Jun 2018, 10:07 am
ঢাকা, জুন ৩ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশের মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়বার আহ্বান জানিয়েছেন।

উনি  দেশের মানুষকে মনে করে দেন যে এক সময় জঙ্গিবাদের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছিল।

 

"জঙ্গিবাদের বিরুদ্ধে আগে এই দেশে সামাজিক আন্দোলন হয়েছিল। আমরা চাই, ঠিক সেভাবেই মাদকের বিরুদ্ধে আরেকটি সামাজিক আন্দোলন গড়ে উঠুক," হাসিনা বলেন।

 

সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি উভচর ড্রেজার, মুন্সিগঞ্জ-গজারিয়া ফেরি টার্মিনাল ও সার্ভিস, চারটি কনটেইনার ক্যারিয়ার ভেসেল ও দুটি ইউটিলিটি ফেরির উদ্বোধন করবার সময় নিজের বক্তব্য রাখার কালে এই মন্তব্য করেন উনি।

 

হাসিনা বলেন ওনার সরকার দেশের শিশুদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না।

 

"আমরা কাউকে সন্ত্রাসী ও মাদকাসক্ত হতে দেখতে চাই না," হাসিনা বলেন।

 

দেশের অভিবাকদের উদ্দেশ্য করে উনি বলেনঃ " ‘শিশুরা একটি পরিকল্পিতভাবে নিজেদের গড়ে তুলবে।"

 

"তারা একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবে এবং এটাই আমাদের লক্ষ্য। একারণেই সরকার দেশ থেকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দূর করতে চায় এবং একই সঙ্গে মাদকও নির্মূল করতে চায়। তাই এখানে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন আছে," হাসিনা বলেন।

 

উনি বলেন দেশের শিশুদের আগামী দিনগুলি ওনার সরকার   প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বানাতে চায়।

 

এই মুহূর্তে দেশের সরকার মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করেছে।

 

দেশের বিভিন্ন প্রান্তে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।