Bangladesh

Ship on fire anchored by Indian Navy

Ship on fire anchored by Indian Navy

Bangladesh Live News | @banglalivenews | 17 Jun 2018, 11:36 pm
ঢাকা, জুন ১৮ : বাংলাদেশের উপকূলের দিকে ভেসে আসা একটি জ্বলন্ত মালবাহী জাহাজকে আটকাতে সমর্থ হয়েছে ভারতের নৌবাহিনী।

দু'দিন ধরে জ্বলতে থাকা জাহাজটিতে উপর থেকে রশি বেয়ে নেমে নোঙর করতে সমর্থ হয়েছে দেশটির নৌবাহিনীর কম্যান্ডোরা।

 

নৌবাহিনী বরাত দিয়ে বিবিসি এব সংবাদে জানিয়েছে, এমভি কলকাতা নামের জাহাজটি দ্রুত সুন্দরবন হয়ে বাংলাদেশের দিকে ভেসে আসছিল।

 

নোঙর করার ফলে সেটিকে ভারত-বাংলাদেশ সমুদ্র-সীমার ২২ নটিক্যাল মাইল দূরে ধরে রাখা সম্ভব হয়েছে।


পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর কমোডোর সুপ্র কুমার দে বলেন, ‘এখন আর জাহাজটি সমুদ্র-সীমা বা সুন্দরবনের কোর এরিয়াার দিকে চলে যাওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা চেয়েছিলাম যদি ইঞ্জিন কোনোভাবে চালু করে গভীর সমুদ্রের দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু যখন নৌ-কমান্ডো আর জাহাজটির একজন অফিসার ইঞ্জিন চালু করার চেষ্টা করেন, তখন আবারও বিস্ফোরণ হয়। আগুন ছড়াতে থাকে। ফলে সবাই অপারেশন বন্ধ করে দিয়ে চলে আসতে বাধ্য হয়।


উল্লেখ্য, কৃষ্ণাপতনম থেকে রাসায়নিক নিয়ে জাহাজটি কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল। বন্দরে পৌছার আগে সমুদ্রের জাহাজ নোঙর করার অবস্থাতেই গত ১৪ জুন মাঝরাতে জাহাজটিতে আগুন লাগে।