Bangladesh

Ship wreck incident: 15 alive Bangladeshis return home

Ship wreck incident: 15 alive Bangladeshis return home

Bangladesh Live News | @banglalivenews | 22 May 2019, 07:52 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ২১ : সাগর পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) তত্ত্ববধায়নে ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় তারা মঙ্গলবার দেশে ফিরেছেন। ভোর ৫টা ৫০ মিনিটের দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে তারা ঢাকা হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দওে পৌঁছান।

শাহজালাল বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলেছেন।


রেড ক্রিসেন্টের ঢাকা সদর দফতর অফিস সূত্রে জানা যায়, ভূমধ্যসাগরে গত ৯ ও ১০ মে দু’টি নৌকা ডুবির ঘটনা ঘটে। ৯ মে যে নৌকাটি ডুবে যায় সেটিতে অভিবাসী ছিল ৮১ জন। ১০ মে ওই নৌকাটিতে অভিবাসী ছিল ৫৭ জন। তখন তিউনিশিয়ার নেভি ও জেলেরা ১৫ জন বাংলাদেশিকে উদ্ধার করে। রেড ক্রিসেন্ট তাদের চিকিৎসা দেয়।


জিঞ্জাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।