Bangladesh

শেখ হাসিনার সাথে বৈঠক করলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি অ্যালেইন বেরসে

শেখ হাসিনার সাথে বৈঠক করলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি অ্যালেইন বেরসে

| | 06 Feb 2018, 05:42 am
ঢাকা, ফেব্রুয়ারি ৬ঃ এই বছরই ১ কোটি ২০ লাখ সুইস ফ্রাঁ এই দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেওয়া হবে বলে ঘোষণা করেছেন বাংলাদেশে সফররত সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি অ্যালেইন বেরসে।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের শেষে এই ঘোষণা করেছেন সুইস নেতা।

 

চারদিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন উনি।

 

এই রোহিঙ্গা মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেছেন উনি।

 

এই বৈঠকের সময়, হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিষয়টিতে নজর দিতে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

এই বৈঠকের বিষয় হাসিনা বলেনঃ "এই সমস্যার মূল মিয়ানমারে। তাই মিয়ানমারকেই এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।”

 

যৌথ সমগবনাদ সম্মেলনের সময় হাসিনা এই কথাগুলি বলেন।

 

গত বছরে, মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতা শুরু হলে বহু রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন।

 

জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সঙ্কট সমাধানে পাঁচ দফা প্রস্তাব গত বছর তুলে ধিরেছিলেন হাসিনা।

 

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারকে  দারিদ্র্য বিমোচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র শক্তিশালী করবার জন্য প্রশংসা করেছেন।

 

দুই নেতার মধ্যে বৈঠকের সময় ব্যবসা ও বানিজ্য নতুন উচ্চতায় নেওয়ার বিষয়টিও আলোচিত হয়।

 

বৈঠকে শেষে,  পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, “আজকের দ্বিপাক্ষিক বৈঠকে দু’দেশের মধ্যে সব ধরনের সম্পর্ক উন্নয়নের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি।”

 

মঙ্গলবার সুইস নেতা কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেছেন।