Bangladesh

মহিউদ্দিনের কুলখানির মেজবানে পদদলিত হয়ে প্রাণ হারালেন ১০ জন

মহিউদ্দিনের কুলখানির মেজবানে পদদলিত হয়ে প্রাণ হারালেন ১০ জন

| | 18 Dec 2017, 10:29 pm
চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ঃ এক পদদলনের ঘটনায় চট্টগ্রামে ১০ জন ব্যাক্তি সোমবার প্রাণ হারিয়েছেন, জানিয়েছেন পুলিশ।

চট্টগ্রামের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে ভিড়ের মধ্যে এই পদদলনের ঘটনাটি ঘটে।


এই ঘটনাটি ঘটেছে  নগরীর জামালখান আসকার দীঘির পাড়ে রীমা কমিউনিটি সেন্টারে, জানান পুলিশ।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় আহত আরও ১১ জন ব্যাক্তি ভর্তি আছেন।

 

চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার মারা যান।

 

চট্টগ্রামে উনি ছিলেন বেশ জনপ্রিয় মানুষ।

 

ওনার পরিবারের পক্ষ থেকে নগরীর ১৩টি কমিউনিটি সেন্টারে মেজবানের ব্যবস্থা করেন সোমবার।

 

এমন  এক রীমা কমিউনিটি সেন্টারের সামনেটা প্রবেশ পথ অনেকটা ঢালু থাকায় সেই সময় এই পদদলনের ঘটনাটি ঘটে।

 

আন্দরকিল্লার ওয়ার্ড কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহরলাল হাজারী এই সেন্টারে সমস্ত ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

 

খাওয়ার জন্য অপেক্ষার সময় ভু মানুষ অধৈর্য হয়ে ঢুকতে গেলে দুর্ঘটনাটি ঘটে, জানান পুলিশ।

 

পুলিশ নিহত নয় জনের নাম প্রকাশকরেছেন। তারা হলেন কৃষ্ণপদ দাশ (৪৫), সুধীর দাশ (৫০), ঝন্টু দাশ পিন্টু (৪৫), প্রদীপ তালুকদার (৪৬), লিটন দেব (৪৩), দীপঙ্কর দাশ রাহুল (২৬), সত্যবত ভট্টাচার্য্য (৪২), অলক ভৌমিক (৩২) ও ধনা শীল (৬০)।