Bangladesh

সকল ধর্মের মানুষের জন্য চিন্তা করেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে হাসিনা সরকার

সকল ধর্মের মানুষের জন্য চিন্তা করেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে হাসিনা সরকার

| | 09 May 2017, 10:55 am
ঢাকা, মে ৯ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জানিয়েছেন যে ওনার সরকার দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের কথা চিন্তা করেই নিজেদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করছেন।

উনি বলেন প্রত্যেক ধর্মের মানুষ  এই দেশের মাটিতে সমান অধিকার নিয়ে ধর্ম পালন করবে।

 

"সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে ধর্ম পালন করবে, মর্যাদা নিয়ে চলবে," হাসিনা বলেন।

 

উনি বলেন সকল মানুষের উন্নয়নের কথা মাথায় রেখে ওনার সরকার কাজ করেন।

 

“আমাদের উন্নয়ন সকলের উন্নয়ন, কাউকে বাদ দিয়ে নয়," প্রধানমন্ত্রী বলেন।


বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাকাহার সময় হাসিয়ান এই কথাগুলি বলেছেন।

 

হাসিনা বলেনঃ "আমাদের সকল ধর্মের মূলমন্ত্র এক। বৌদ্ধ ধর্মের মূল কথা শান্তি। গৌতম বুদ্ধ মানুষে মানুষে সংঘাত পরিহার করতে বলে গেছেন।”

 

উনি সকল মানুষকে  শান্তিপূর্ণ দেশ গড়ে তুলবেন।

 

দেশের মানুষকে উনি জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান করেছেন।