Bangladesh

Strict action will be taken against cops if they disobey traffic laws: Mia

Strict action will be taken against cops if they disobey traffic laws: Mia

Bangladesh Live News | @banglalivenews | 08 Sep 2018, 11:55 am
ঢাকা, সেপ্টেম্বর ৮ঃডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আজ জানিয়ে দিয়েছেন যে যদি দেশের রাস্তায় ট্রাফিক আইন প্রতিপালনের দায়িত্বে থাকা পুলিশের কোনো সদস্য যদি নিয়ম ভঙ্গ করেন তবে তাঁকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ সদস্যদেরই নিয়ম লঙ্ঘনের খবর গণমাধ্যমে আসার প্রেক্ষাপটে আজ মিয়া এই মন্তব্য কক্রেছেন।

 

ঢাকায় একটি কর্মসূচির উদ্বোধন করবার সময় উনি বলেনঃ "আমি ঘোষণা দিয়েছি, পুলিশের কোনো সদস্য যদি ট্রাফিক আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না।”

 

উনি আরও জানান যে ইতিমধ্যে কিছু পুলিশ সদস্যদেরফ বিরুদ্ধে এই বিষয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

“ট্রাফিক পুলিশ, ইউনিফর্ম পুলিশ বা অন্য কোনো পুলিশ কোনো ট্রাফিক আইন ভায়োলেশন করতে পারে না," উনি বলেন।

 

নিজের বাহিনীর সদস্যদের উনি বলেন যে তারা যেন ড্রাভিং লাইসেন্স সমস্ত জিনিস নিজের কাছে রাখে।

 

উনি হুঁশিয়ারি দিয়ে বলেনঃ "তা নাহলে পাবলিকের বিরুদ্ধে যে ব্যবস্থা, তার চেয়ে বেশি কঠোর ব্যবস্থা গ্রহণ করব।”