Bangladesh

Sultan to take oath of 7 March

Sultan to take oath of 7 March

Bangladesh Live News | @banglalivenews | 02 Mar 2019, 11:19 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ৩: একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নিতে চান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছেন ওই দুই সংসদ সদস্য।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচিত হয়েছেন।

 

আর মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর দলীয় সিদ্ধান্তে গণফোরাম থেকে নির্বাচিত এই দুই সংসদ সদস্য এতদিন শপথগ্রহণ নেননি। সম্প্রতি ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বাধীনতার মাস মার্চে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার ঘোষণা দেন।


অপরদিকে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করে দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম।

 

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলে তারা দুইজন ৭ মার্চ শপথ নেয়ার ইচ্ছা পোষণ করেন বলে জানা যায়।