Bangladesh

Sunamganj: One youth killed

Sunamganj: One youth killed

Bangladesh Live News | @banglalivenews | 08 Jan 2019, 06:41 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ৮: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তের ওপারে প্রবেশ করার পর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার হয়েছে। সোমবার বিকালে এ ঘটনায় আরেক যুবক গুলিতে আহত হয়েছেন বলেও বিজিবি জানিয়েছে।

সুনামগঞ্জ বিজিবি ২৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ মাকসুদুল আলম জানান, সোমবার সন্ধ্যায় বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর মিয়া (৩৬) বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা কলোনির মফিজ মিয়ার ছেলে।

 

গুলিবিদ্ধ খাদিম মিয়া (৩০) বাংলাদেশে প্রবেশ করে গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছেন বলে এই বিজিবি কর্মকর্তা স্থানীয়দের বরাত দিয়ে জানান।


স্থানীয়দের বরাত দিয়ে কর্নেল মাকসুদুল বলেন, বাঁশতলা সীমান্তবর্তী ভারতীয় মৌলবস্তি এলাকায় ভারতীয় খাসিয়াদের সুপারি বাগান রয়েছে।

 

সোমবার বিকালে দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

 

এ সময় সুপারি চোর সন্দেহে বাগানের মালিক খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চাললে ঘটনাস্থলে নূর মিয়া নিহত হয় এবং গুলিবিদ্ধ আহত হয়ে খাদিমা মিয়া বাংলাদেশে চলে আসে।

 

বাংলাদেশে প্রবেশ করে আহত খাদিম মিয়া পলাতক রয়েছে। নিহত ব্যক্তির লাশ খাসিয়ারা ভারতে আটকে রেখেছে বলে মাকসুদুল জানান।


স্থানীয়ভাবে দুই দেশের নাগরিকরা লাশ ফেরত আনার ব্যাপারে আলাপ-আলোচনা করছেন বলেও জানান তিনি।