Bangladesh

Sundarban: Two detained with Takshak

Sundarban: Two detained with Takshak

Bangladesh Live News | @banglalivenews | 18 Sep 2019, 12:10 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ১৮ : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকা থেকে ১৬ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেছে বনরক্ষীরা।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার ওই দুই পাচারকারীকে বাগেরহাট আদলতে নেয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার মো. টুলু কাজীর ছেলে খলিল কাজী (৪০) ও মো. চুন্নু সরদারের ছেলে নাছির সরদার (৩৫)।


সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সোমবার বিকেল থেকে সুন্দরবনের চরখালী এলাকায় অভিযান চালাতে থাকে। রাত ৯টার দিকে পাজড়াফুটা নামক খালে একটি ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে তক্ষকটি পাওয়া যায়। এ সময়ে দুই পাচারকারীকে আটক করা হয়।


তিনি আরও জানান, এ ঘটনায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে দুই পাচারকারীকে মঙ্গলবার বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।