Bangladesh

Sylhet: 55 Awami League encroaches found
Amirul Momenin

Sylhet: 55 Awami League encroaches found

Bangladesh Live News | @banglalivenews | 09 Nov 2019, 09:52 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ৯ : দলে ঢুকে পড়া অনুপ্রবেশকারীদের তালিকা করছে আওয়ামী লীগ।

এ তালিকায় রয়েছে সিলেটেরও অনেক নেুার নাম। যারা সাম্প্রতিক সময়ে হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেছেন। এ তালিকায় সিলেট বিভাগের ৫৫ নেশাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে আওয়ামী লীগ। এদের বেশিরভাগই বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দল ছেড়ে আসা। কোন্ কোন্ নেশার মাধ্যমে তারা আওয়ামী লীগে ঢুকেছেন, পদ-পদবি পেয়েছেন, তারও সংক্ষিপ্ত বিবরণ রয়েছে তালিকায়। তবে, অনুপ্রবেশকারী সবার নাম তালিকায় আসেনি বলে জানিয়েছেন সংগঠনের তৃণমূলের নেুাকর্মীরা।


আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেুা আহমদ হোসেন বলেন, আমার কাছে অনুপ্রবেশকারীর তালিকায় ৫৫ জনের নাম রয়েছে। তবে কারও নাম বাদ পড়া প্রসঙ্গে কিছু বলতে চাননি তিনি।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকায় রয়েছেন ৫ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান ও ফেঞ্চুগঞ্জ সার কারখানা (বিআইডিসি) শ্রমিক লীগ নেতা মোহাম্মদ মুন্না। এ উপজেলায় বিএনপি থেকে আওয়ামী লীগে এসেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, মাহবুবুল ইসলাম মিছলু, মামুন আহমদ ও বিশ্বনাথের ইদ্রিস আলী।


হবিগঞ্জ থেকে নাম এসেছে সদর উপজেলা কৃষক লীগের সভাপতি কামাল সরদার, লাখাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুজ্জামান মোল্লা, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী মর্তুজা, হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এটিএম জুয়েল।


এ জেলায় বিএনপি থেকে আওয়ামী লীগে এসেছেন হবিগঞ্জ সদরের মাহমুদ হোসেন, আমিনুল ইসলাম, কয়ছর আহমদ শামীম, আবদুর নুর মাহির, ফরিদ আহমদ, আবু তালেব, আলাউদ্দিন, সোহরাব হোসেন মুহুরী, আবদুস সামাদ, অনু মিয়া, সোনাই মেম্বার; মাধবপুর উপজেলার হামদু মিয়া, সোহেল মিয়া, সাহেদ মিয়া, আবদুল গফুর প্রধান ও আহাদ আলী।

.......................