Bangladesh

Sylhet: Awami League shines in by-polls Sylhet
File Picture

Sylhet: Awami League shines in by-polls

Bangladesh Live News | @banglalivenews | 05 Sep 2021, 04:24 pm

Dhaka, 5 September 2021: Habibur Rahman Habib, Awami League nominated boat symbol candidate in Sylhet-3 constituency (South Surma, Fenchuganj and Balaganj Upazila) has been elected unofficially.

তিনি নৌকা প্রতীকে ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে ২৪ হাজার ৬০৪ ভোট পেয়েছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবহার ৬৫ হাজার ১০১টি।

শনিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচন সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সকাল ৮টা থেকে একযোগে ১৪৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসেন মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। এর মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৯টি।

সিলেট-৩ আসনের উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ মার্চ এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জয় পাওয়া আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। একই সঙ্গে তিনি হাবিবুর রহমান হাবিবকে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রী সদ্য বিজয়ী হাবিবুর রহমান হাবিবকে এ অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ‘সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী হাবিবুর রহমান হাবিব বঙ্গবন্ধুর আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কর্মের মাধ্যমে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। এছাড়া তিনি তার নির্বাচনী এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।’