Bangladesh

জামায়াতকে নিষিদ্ধ করার দাবী তদন্তকারীদের

জামায়াতকে নিষিদ্ধ করার দাবী তদন্তকারীদের

| | 25 Mar 2014, 09:42 am
ঢাকা, মার্চ ২৫: যুদ্ধকালীন অপরাধের জন্য জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা অভিযুক্ত ও দোষী সাব্যস্ত হওয়ার পরে তদন্তকারীরা জামায়াত ও তার সহযোগী সংগঠনগুলিকে নিষিদ্ধ করার দাবী জানায়।
তাঁরা বলেন ১৯৭১ যুদ্ধাপরাধের সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ রয়েছে। 
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সমন্বয়ক আবদুল হান্নান খান মঙ্গলবার ঢাকায় একটি সাংবাদিক সন্মেলনে বলেনঃ "আমরা প্রসিকিউশনকে অনুরোধ করব জামায়াত ও মুক্তিযুদ্ধের সময়কালীন তার সব সহযোগী সংগঠনগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করতে।"
 
তিনি বলেন মুক্তিযুদ্ধে জামায়াতের রোল নিয়ে তদন্ত সম্পূর্ণ করতে তাঁদের ২১৯ দিন সময় লেগেছে।
 
মার্চ ১৮এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক বলেন জামায়াতে ইসলামীকে জুনের মধ্যেই নিষিদ্ধ করা হবে ১৯৭১এর যুদ্ধাপরাধের জন্য।


"আমাদের কোন পরিকল্পনা নেই ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলিকে ব্যান করার। কিন্তু আমরা  মুক্তি বিরোধী শক্তি জামায়াতকে নিষিদ্ধ করার কথা ভাবছি এবং তা করা হবে জুনের মধ্যেই," হক জানান।

গত বছর অগাস্টে উচ্চ আদালত জানায় নির্বাচন কমিশনের সাথে করা জামায়াতের রেজিস্ট্রেশন অবৈধ।