Bangladesh

অনুপ্রবেশকারী চালিয়েছে হামলাঃ বিএনপি

অনুপ্রবেশকারী চালিয়েছে হামলাঃ বিএনপি

| | 31 Jan 2018, 08:17 am
ঢাকা, জানুয়ারি ৩১ঃ ‘অনুপ্রবেশকারী’রা দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে হাই কোর্টের সামনে পুলিশের হামলা চালিয়েছে, আজ দাবি করেছে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই দাবিটি করেছেন।

 

“গতকাল যে ঘটনাটা ঘটেছে হাই কোর্টের সামনে, যা ইতোমধ্যে পত্র-পত্রিকায় সব জায়গায় এসেছে। আমরা নিজেরাই ছেলেদের চিনতে পারছি না! টু বি ভেরি ফ্র্যাংক, আমরা আশঙ্কা করছি, অনুপ্রবেশকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে," উনি সাংবাদিকদের বলেন।

 

সরকারের দিকে আঙ্গুল তুলে, উনি বলেনঃ "আমরা যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছি, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে বিনষ্ট করবার জন্য কাজ করছে।”

 

মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীতে পুলিশের ওপর বিএনপিকর্মীদের আক্রমণের ঘটনায় এখনও পর্যন্ত রমনা ও শাহবাগ থানায় এখনও পর্যন্ত তিনটি মামলা করা হয়েছে।

 

বিশেষ ক্ষমতা আইনে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

একটি বিশেষ ক্ষমতা আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে মোট দুটি মামলা এই ঘটনায় করা হয়েছে শাহবাগ থানায়।

 

তবে কতজনকে এই মামলাগুলিতে আসামি দেখান হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

 

রাজধানী ঢাকায় হাইকোর্টের কদম ফোয়ারার মোড়ে বিএনপি কর্মীরা মিছিলের সময় পুলিশ ওপরে হামলা চালিয়েছে এমন অভিযোগ উঠেছে।

 

হামলা ও ভাঙচুরের পাশাপাশি, তারা  প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুই কর্মীকে ছিনিয়ে নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার বিকেল পৌনে চারটায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল থেকে অতর্কিতে হামলা চালিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

 

তারা পুলিশের রাইফেল ভেঙ্গে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

 

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল আজিমসহ বেশ কিছুজন ব্যাক্তি এই ঘটনায় আহত হয়েছেন।

 

আজকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দেন ও কিছুক্ষণ পরে দলের নেতা-কর্মী-সদস্যরা  হাইকোর্ট মাজারে এসে জড়ো হন।

 

পুলিশের দিকে ইট ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে পুলিশের সদস্যরা।

 

এই ঘটনাটি ঘটে যখন সাবেক প্রধানমন্ত্রী আদালত থেকে ফিরছিলেন।

 

সেই সময় মিছিল থেকে পুলিশের উদ্দেশে ছুঁড়ে আসে ইট।

 

পুলিশ সদস্যেরা কিছুজন আহত হওয়ার পাশাপাশি তাদের হেলমেট ক্ষতিগ্রস্ত হয়।

 

দুই কর্মীকে পিজন ভ্যান ভেঙ্গে নিয়ে যাওয়া হয়েছে বলেও পুলিশ দাবি করেন।