Bangladesh

Think about developing the nation: Hasina

Think about developing the nation: Hasina

Bangladesh Live News | @banglalivenews | 15 Sep 2018, 06:47 am
ঢাকা, সেপ্টেম্বর ১৫ঃ ডিপ্লোমা প্রকৌশলীদের দেশের আগামী প্রজন্মের কথা মাথায় রেখে কাজ করতে আহবান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ২২তম জাতীয় সম্মেলনর উদ্বোধন অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই মন্তব্যগুলি করেছেন।

 

উনি বলেন জেমানুশকে দেশকে আর গড়বার জন্য ভাবতে হবে।

 

“কী পেলাম, না পেলাম- সেই চিন্তা না করে আগে দেশকে গড়ে তুলতে হবে। আমাদের আগামী দিনের প্রজন্ম যেন সুন্দর জীবন পায়; সেই লক্ষ্য নিয়েই। সেই ক্ষেত্রে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি," হাসিনা বলেন।

 

আওয়ামী লিগ ক্ষমতায় না থাকায় দেশের উন্নতি ধাক্কা খেয়েছে বলেন মন্তব্য করে হাসিনা বলেনঃ "অনেক বছর আমাদের নষ্ট হয়ে গেছে। ৭৫ থেকে ৯৬.. ২৫টা বছর হারিয়ে গেছে। এই ২৫টা বছর প্রকৃতপক্ষে বাংলাদেশের কোনো উন্নতিই হয়নি। উন্নতি হয়েছে, ক্ষমতাসীনদের ঘিরে কিছু মুষ্ঠিমেয় গোষ্ঠির। বৃহৎ জনগোষ্ঠি কিন্তু বঞ্চিত ছিল।" 

 

ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়টি হাসিনা নিজের বক্তব্যে তুলে ধরেন।


রাস্তা থেকে শুরু করে বাড়ি নিরমানের পেছনে যেন দায়িতব থাকে এই বিষয়টি ডিপ্লোমাদের বলেন হাসিনা।

 

"আমাদের প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। এই প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত আমাদের যেমন ভূমিক্ষয় হয়.. নদী ভাঙনে নতুন নতুন চরও জাগে। কাজেই এদিকে লক্ষ্য রেখেই আমাদের পরিকল্পনা নিতে হয়," হাসিনা বলেন।