Bangladesh

ভাতার উপরে নির্ভরশীল হতে বারণ করলেন শেখ হাসিনা

ভাতার উপরে নির্ভরশীল হতে বারণ করলেন শেখ হাসিনা

| | 02 Jan 2018, 08:16 am
ঢাকা, জানুয়ারি ২ঃ শেখ হাসিনা আজ বলেছনে যে সুবিধাভোগীরা যেন কর্মবিমুখ না হয় সেই বিষয়টির উপরে মাথায় রেখেই যেন ভাতা দেওয়া হয়।

জাতীয় সমাজসেবা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

উনি বলেনঃ "কেউ যেন সম্পূর্ণভাবে ভাতার ওপর নির্ভরশীল না হয়। যে কর্মক্ষম, সে নিজে কাজ করে খাবে।"

 

“কিন্তু সে যেন অভুক্ত না থাকে সেদিকে লক্ষ্য রেখে অন্তত মাসে দশ কিলো চাল কিনতে পারে, সেই সমপরিমাণ আর তার সাথে আরো বেশি টাকা আমরা দিচ্ছি," হাসিনা বলেন।

 

সরকারের উপরে নির্ভরশীলতা ক্মাতেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাসিনা বলেন, "যারা কর্মক্ষম তারা যেন কাজ করে নিজের উপার্জন বাড়াতে পারে।”

 

কঠোর ভাষায় উনি বলেনঃ "এর থেকে বেশি আমি দিতে চাই না। এই কারণে যে, তাহলে কেউ আর কেউ কাজ করবে না। হাত গুটিয়ে বসে ঘরে বসে থাকবে, আর ওইভাবেই চলতে থাকবে।”

 

একটি সংসার সরকারের দেওয়া ভাতায় চলে না, এই বিষয় মন্তব্যের উত্তর দেওয়ার সময় হাসিনা বলেনঃ "“অনেককেই বলতে শুনেছি, এই ভাতা দিচ্ছে, এই ভাতায় কী সংসার চলে ? সকল সংসার চালানোর দায়িত্ব তো সরকারের না। যার যার সংসার সে সে চালাবে। কেউ যেন অভুক্ত না থাকে, অবহেলিত না থাকে; সেটুকু দেখার দায়িত্ব সরকারের।”