Bangladesh

 সুপ্রিম কোর্টের আলোচিত ভাস্কর্যটি সরানো হল

সুপ্রিম কোর্টের আলোচিত ভাস্কর্যটি সরানো হল

| | 26 May 2017, 10:51 am
ঢাকা, মে ২৬ঃ দেশের সরকারের পক্ষ থেকে আজ জানিয়ে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের আলোচিত ভাস্কর্যটি সরানোর বিষয়টিতে সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট।

এই বিষয় সরকারের ভূমিকা নেই, পরিস্কার জানিয়েছেন এক মন্ত্রী।

 

রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটিকে বৃহস্পতিবার সরিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে।

 

এই বিষয় আজ সাংবাদিকদের সাথে কথা বলবার সময়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেনঃ "এটি আদালতের সিদ্ধান্ত।"

 

মন্ত্রী বলেনঃ “গ্রিক দেবীর মূর্তি অপসারণের ক্ষমতা সরকারের কোনো এখতিয়ারে নেই। মূর্তি সরানো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।”

 

রোজার আগেই জাতীয় ঈদগাহের কাছ থেকে ওই ভাস্কর্য অপসারণের জন্য আগে দাবি জানিয়েছিলেন ইসলামী দলগুলো।

 

তবে, বৃহস্পতিবার এই মূর্তি সরিয়ে দেওয়া হয়।

 

আজ এই অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকায়।

 

এই  ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ।

 

Image: Wikimedia Commons